২০৩০ সাল নাগাদ গ্লোবাল রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) সফটওয়্যার ও পরিষেবা বাজার ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। ২০২১ সালের এর পরিমাণ ছিল ৪৮০ কোটি ডলার। খবর আইএএনএস।
বড় ব্যবসাপ্রতিষ্ঠানে ভারী কাজ কিংবা কম সময়ে কাজ সম্পাদনের জন্য সফটওয়্যার অটোমেশন প্র্রক্রিয়া ব্যবহার করে। আরপিএর মাধ্যমে এ কার্যক্রম আরো সহজ হয়।
এ প্রক্রিয়ায় সফটওয়্যার পরিচালক কিছু রোবট বা বট তৈরি করে, যেগুলোকে সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট কাজ শিখিয়ে দেয়া হয় এবং সম্পাদনের জন্য কমান্ড দিয়ে দেয়া হয়। রোবোটিক প্রসেস অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে যেসব রোবট পরিচালিত হয় সেগুলো সাধারণ মানুষের মতো যেকোনো অ্যাপ্লিকেশনে কাজ করতে পারে।
তথ্য ও গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবালডাটার তথ্যানুযায়ী, কভিড-১৯ মহামারীর সময় ভার্চুয়ালি অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান তাদের অটোমেশন কার্যক্রমের পরিধি বাড়িয়েছে। সহজে ও দ্রুত ব্যবহারযোগ্য হওয়ায় অনেক প্রতিষ্ঠান ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ ব্যবস্থা নিয়েছে।
নিলসন বলেন, মাইক্রোসফট, সার্ভিসনাউ ও সেলসফোর্সের মতো ক্লাউড ও প্রযুক্তি জায়ান্ট বুঝতে পেরেছে যে বর্তমানে সফটওয়্যার খাতের ব্যয় অটোমেশন ও আরপিএর দিকে ঝুঁকছে।