জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে ইউটিউব ও ফেসবুকে থাকা ভুয়া নিউজ, ছবি, ভিডিওর ছয়টি লিংক অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
একই সাথে ফেসবুক-ইউটিউবে সব নিউজ ও ভিডিও প্রকাশের বিষয়ে সত্যতা নিরূপণে আইন অনুসারে জবাবদিহিতার কৌশল নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুন্সী মনিরুজ্জামান, অ্যাডভোকেট ইউসুফ খান ও ব্যারিস্টার আরাফাত হোসেন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
এর আগে, গত ২১ আগস্ট ছয়টি ভুয়া ভিডিও লিংক সরানোর জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ এই দুটি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক-ইউটিউব) বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু জবাব না পেয়ে গত ২৮ আগস্ট রিট করেন আইনজীবী নিলুফার আনজুম ও আইনজীবী আশরাফুল ইসলাম।