ইন অ্যাপ ইন্টারফেসে প্রথম প্লাটফর্ম হিসেবে ডুয়াল ক্যামেরা রেকর্ডিং সুবিধা চালু করেছে স্ন্যাপচ্যাট। চলতি বছরের শুরুতে ফিচারটির পরীক্ষা চালিয়েছিল প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ থেকে ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা একই সঙ্গে ব্যবহারের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করতে পারবে। বর্তমানে আইফোন এক্সএস ও নতুন ভার্সনের আইওএস যুক্ত ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটি চালু করতে আরো কয়েক মাস সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।
গত এপ্রিলে প্রতিষ্ঠানটি প্রথম ফিচারটি বিষয়ে তথ্য প্রকাশ করে। সে সময় জানানো হয়েছিল, ডিরেক্টর মোড ব্যবহারকারী কনটেন্ট নির্মাতাদের অ্যাডভান্সড ফিচারের অংশ হিসেবে নতুন ভিডিও অপশনটি চালু করা হবে। যেহেতু ডিরেক্টর মোড এখন পর্যন্ত চালু হয়নি, স্ন্যাপচ্যাট জানায়, সামনের মাসগুলোয় এটি আনা হবে। এর আগে একক ফিচার হিসেবে স্ন্যাপচ্যাট ক্যামেরায় ডুয়াল ক্যামেরা ব্যবহারের সুবিধাটি চালু করা হলো।
স্মার্টফোনের দুটি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণের বিষয়টি একেবারে নতুন নয়। ফ্রন্টব্যাক নামের একটি অ্যাপ প্রায় এক দশক আগে এ সুবিধা পরীক্ষা চালিয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোয় সেলফি অ্যাপ বিরিয়েলের প্রচলনের সঙ্গে সঙ্গে এ ধারণা জনপ্রিয়তা পেতে শুরু করে। স্ন্যাপচ্যাটের ডুয়াল ক্যামেরা ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একই সঙ্গে ভিডিও ধারণ ও ছবি তুলতে পারবে এবং ক্লিপের লেআউটও পরিবর্তন করতে পারবে।