চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো চলতি বছরের এপ্রিলে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নিয়ে আসে। প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে। জানা গেছে, নতুন ডিভাইসের নাম হবে- ভিভো এক্স ফোল্ড এস। ইতোমধ্যে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
ভিভো এক্স ফোল্ড এস ফোল্ডেবল ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশন সাইটের তথ্য অনুসারে, নতুন ডিভাইসটিতে থাকবে ৮০ ওয়াট ডুয়েল সি-পোর্ট গ্যালিয়াম নাইট্রেট ফ্ল্যাশ চার্জিং সুবিধা।
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবোতে ফোনটির কিছু তথ্য প্রকাশ করেছে। টিপস্টার দাবি করেন, ভিভোর নতুন ফোল্ডেবল ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট প্রসেসর থাকবে। এছাড়া ২কে রেজুলেশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ বড় স্ক্রিন থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ৪৭০০ এমএএইচ ব্যাটারির সাথে থাকবে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। পাশাপাশি চার ক্যামেরা ফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপিক সেন্সর । সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনটির উন্মোচনের তারিখ প্রকাশ করেনি ভিভো। তবে সিথ্রী সার্টিফিকেশন জানিয়েছে ডিভাইসটি খুব দ্রুত চীনের বাজারে আসবে।