নতুন স্মার্টফোন নিয়ে এলো বাংলাদেশের প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। ফোনটির মডেল প্রিমো এইচএমসেভেন। সাশ্রয়ী দামের পাঞ্চ-হোল সমৃদ্ধ বড় ডিসপ্লের ডিভাইসতে রয়েছে ট্রিপল ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর।
প্রিমো এইচএমসেভেন মডেলের স্মার্টফোনটিতে ওয়ালটন ব্যবহার করেছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। পাঞ্চ-হোল সমৃদ্ধ বড় ডিসপ্লের ফোনটির রেজুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ফলে ভিডিও দেখা বা গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে আলাদা সুবিধা পাওয়া যাবে। ফোনের গতি নিশ্চিতে আছে ১.৮ গিগাহার্টজের ১২ ন্যামোমিটার ইউনিসক টাইগার টি৬১০ অক্টা-কোর প্রসেসর।
এন্ট্রি লেভেলের ডিভাইসটিতে আছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১১।
ফোনটির পেছনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।
ওয়াইডভাইন এলওয়ান সার্টিফাইড ‘প্রিমো এইচএমসেভেন’ স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম ট্রে, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডার্ক মোড, ফোকাস মোড, বেডটাইম মোড, পকেট মোড, ৩-ফিংগার স্ক্রিনশট, লং স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডার, স্মার্ট মোশন, স্মার্ট কন্ট্রোল, লিফট টু চেক ফোন, ১০-ফিংগার মাল্টিটাচ, টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ও রেকর্ডিংসহ এফএম রেডিও।
ব্যাক-আপের জন্য ফোনটিতে রয়েছে ৪৯০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি। ফোনটির বাজার মূল্য ১০ হাজার ৪৯৯ টাকা।