সদ্য বাজারে আসা অ্যাপলের নতুন আইফোনের চাহিদা (১৪, ১৪ প্লাস) অনেকটাই কম। এমন অবস্থায় অ্যাপল নতুন আইফোনের উৎপাদন কমিয়ে দিচ্ছে বলে জানা গেছে। সাপ্লাই চেইন কর্মীদের উদ্ধৃত করে আইটিহোম জানিয়েছে, অ্যাপলের সর্ববৃহৎ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনকে চীনের ঝেংঝুতে আইফোন ১৪ তৈরি করার পাঁচটি উৎপাদন লাইন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজের অধীনে আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স এই চারটি স্মার্টফোন উন্মোচন করেছে অ্যাপল। ১৪ এবং ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে। ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স বিক্রি শুরু হবে আগামী মাস থেকে।
জানা গেছে, নতুন আইফোন ১৪ এবং ১৪ প্লাস দুইটি প্রি-অর্ডারেই হতাশ করেছে অ্যাপলকে, খুব বেশি অর্ডার পড়েনি। বলা হচ্ছে, আইফোন ১৩ এবং ১৪-এর মধ্যে খুব বেশি পার্থক্য না থাকায় নতুন আইফোন কেনার আগ্রহ কম লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই আইফোনের উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও বলেন, আইফোন ১৪ প্রো এর উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল, এই মডেলটির চাহিদাও নাকি অনেকটা বেশি।
মিং-চি কুও এর বক্তব্য সঠিক কি না তা সময়ই বলে দেবে। তবে উৎপাদন লাইন বন্ধ করার নির্দেশনা আইফোন ১৪ এবং ১৪ প্লাসের জন্য, নাকি সিরিজের সকল মডেলের জন্য তা জানা সম্ভব হয়নি।