টেলিকম প্রতিষ্ঠান টি-মোবাইলের ম্যাজেন্টা ও ম্যাজেন্টা ম্যাক্স পোস্টপেইড পরিষেবা গ্রহণকারীরা এখন থেকে ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাবে। খবর টেকটাইমস।
ইউনাইটেড এয়ারলাইনসের ডিজিটাল টেকনোলজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্র্যান্ট মিলস্টিড বলেন, ব্যবসায়িক কাজে হোক বা বিনোদন, উড়োজাহাজে ভ্রমণের সময় নেটওয়ার্কে যুক্ত থাকা জরুরি। এ চুক্তির মাধ্যমে এখন থেকে এটি সম্ভব হবে।
আমেরিকান, আলাস্কা ও ডেল্টা এয়ারলাইনসের গ্রাহকরা উড্ডয়নের সময় টেক্সট মেসেজ, ই-মেইল পাঠাতে পারবে। কোনো কিছু সার্চ ও স্ট্রিম করতে পারবে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইউনাইটেডের ৭৩৭, ম্যাক্স৮এস, ম্যাক্স৯এস, নির্ধারিত কিছু ৭৫৭-৩০০এস ও এ৩১৯ উড়োজাহাজে এ সুবিধা পাওয়া যাবে।