একাধিক ডিভাইসের জন্য একেক ধরনের চার্জারে প্রয়োজন হবে না। এক চার্জারেই চার্জ করা যাবে একাধিক ডিভাইস। স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসে বাধ্যতামূলক ইউএসবি-সি পোর্টের চার্জার সংক্রান্ত নীতিমালার অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউ পার্লামেন্টে এর পক্ষে ভোট পড়ে ৬০২টি এবং বিপক্ষে ছিল ১৩টি।
গত জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট ও কাউন্সিল ২০২৪-এর মধ্যে সকল ডিভাইসে ইউএসবি-সি পোর্টের ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পেলেই সকল ডিভাইসে ইউএসবি-সি চার্জার ব্যবহারে আর কোনো বাধা থাকবে না।
২০২৪ সালের মধ্যে ইইউতে বিক্রি হওয়া সমস্ত মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য ইউএসবি-সি পোর্টের ব্যবহার নিশ্চিত হবে। ২০২৬ সালে ল্যাপটপের জন্যও এই আইন বাধ্যতামূলক হবে।
নতুন আইনে হেডফোন, পোর্টেবল স্পিকার, ভিডিওগেম কনসোল, ই-রিডার, কীবোর্ড, মাউস এবং পোর্টেবল নেভিগেশন সিস্টেমের মতো ছোট এবং মাঝারি আকারের ইলেকট্রনিক্সকেও ইউএসবি-সি পোর্টের ব্যবহার নিশ্চিত করা হবে। স্বাস্থ্য ট্র্যাকার এবং ক্রীড়া সরঞ্জামের মতো প্রযুক্তি ডিভাইসে ইউএসবি-সি পোর্টের ব্যবহার আপাতত বন্ধ থাকবে।
নতুন আইনের লক্ষ্য হচ্ছে ই-বর্জ্য কমিয়ে নিয়ে আসা। ইইউ পার্লামেন্ট জানিয়েছে, এই আইনের বাস্তবায়নের ফলে আনুমানিক ১১ হাজার টন ই-বর্জ্য কমে আসবে। এতে সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো।