ফাইভজি কানেক্টিভিটিসহ ৮ জিবি র্যামের নতুন ফোন বাজারে নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনর, যার মডেল অনর প্লে ৬সি। ফোনটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর এবং ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
অনর প্লে ৬সি ফোনে আছে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ২০:৯ এসপেক্ট রেশিও ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। ৬ জিবি র্যামের ফোনটির স্টোরেজ ১২৮ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগলের অ্যান্ড্রয়েড ১২ বেসড ম্যাজিক ইউআই ৫.০ কাস্টম ইন্টারফেস।
ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।
কানেক্টিভিটিতে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক।
ম্যাজিক নাইট ব্ল্যাক, অরোরা ব্লু ও টাইটেনিয়াম সিলভার কালারে পাওয়া যাবে ফোনটি। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা।