ব্যক্তিগত কম্পিউটার বিক্রি কমতে থাকায় এবং খরচ কমাতে কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল। অক্টোবরের শেষ নাগাদ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করে ব্লুমবার্গ জানাচ্ছে, ২৭শে অক্টোবর তৃতীয়-ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের সময় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইন্টেল। ২০২২ সালের জুলাই পর্যন্ত ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ৭০০।
দ্বিতীয় ত্রৈমাসিকে খারাপ পারফরম্যান্সের কারণে গত জুলাই মাসে বার্ষিক সেলস এবং মুনাফার পূর্বাভাস কমিয়েছে ইন্টেল।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে কম্পিউটার কেনা কমেছে। লকডাউনের সময় অনলাইনে অফিস এবং পড়াশোনার কাজে সে সময়ে অনেকেই নতুন কম্পিউটার কিনেছেন। এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, তাই নতুন কম্পিউটার কেনার আগ্রহ অনেকটাই কমে এসেছে।
ব্যবসার উন্নতির জন্য নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ইন্টেলের সিইও প্যাট গেলসিঞ্জার কর্মচারীদের কাছে একটি মেমো প্রকাশ করেছেন।
কর্মী ছাঁটাইয়ে মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সাথে যোগ দিতে যাচ্ছে ইন্টেল। মেটা সম্প্রতি প্রায় ১২ হাজার ফেসবুক কর্মী ছাঁটাই করেছে বলে জানা গেছে। মাইক্রোসফট জুলাইয়ে এক হাজার ৮০০ কর্মী ছাঁটাই করেছে।