বেশি সক্ষমতার ১৬ জিবি মডেল উন্মোচনের কারণে আরটিএক্স ৪০৮০ গ্রাফিকস কার্ডের ১২ জিবি ভার্সনটির বাজারজাত পিছিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। খবর গিজমোদো।
এক ব্লগ পোস্টে এনভিডিয়া জানায়, ১২ জিবির আরটিএক্স ৪০৮০ একটি চমত্কার গ্রাফিকস কার্ড। তবে এর নামটি ঠিকঠাক হয়নি। ৪০৮০ নামে দুটি জিপিইউ থাকা বিভ্রান্তিকর।
বর্তমানে আরটিএক্স ৪০৮০ মডেলের ১২ জিবি ভার্সনের বাজারজাত স্থগিত করা হলেও আগামী ১৬ নভেম্বর ১৬ জিবির সংস্করণটি আত্মপ্রকাশ করবে। দ্য ভার্জ প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, এনভিডিয়ার ১২ জিবির মডেলে আরটিএক্স ৪০৮০ নাম দেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ক্রমাগত বাড়ছিল।
১২ জিবি আরটিএক্স ৪০৮০ মডেলের দাম শুরু হওয়ার কথা ৮৯৯ ডলার থেকে। এতে আছে ৭৬৮০ সিইউডিএ বা কুডা কোর ও ২ দশমিক ৩১ গিগাহার্টজ বেইজ ক্লক। যেটি বেড়ে ২ দশমিক ৬১ গিগাহার্টজ পর্যন্ত বাড়তে পারে। ৬৩৯টি টেনসর-টেরাফ্লপ, ৯২টি আরটি-টেরাফ্লপ ও ৪০টি শেডার-টেরাফ্লপ রয়েছে জিপিইউতে।