আইফোনের সঙ্গে চার্জার না থাকায় ফের অ্যাপলকে জরিমানা করেছেন ব্রাজিলের আদালত। চার্জার ছাড়াই নতুন আইফোন ব্রাজিলের বাজারে বিক্রি হওয়ায় ৯০ লাখ ডলার জরিমানা করে দেশটির আদালত তার রায়ে বলেছেন, আইফোনের সঙ্গে চার্জার দিলেই কেবল ডিভাইসটি ব্রাজিলে বিক্রির অনুমতি পাবে অ্যাপল।
এর আগে গত সেপ্টেম্বরে চার্জার ছাড়া আইফোন বিক্রি করায় দেশটিতে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ২৩ লাখ ডলার জরিমানা করা হয়। তবে অ্যাপল কার্বন নিঃসরণ কমানোর অজুহাতে চার্জার ছাড়াই বিশ্বজুড়ে আইফোন বিক্রি করছে। আইফোন কিনলে আলাদা করে চার্জার কিনতে হচ্ছে। আদালত তার পর্যবেক্ষণে বলছেন, চার্জার ছাড়া ডিভাইসটি (আইফোন) অসম্পূর্ণ। বাজারে অসম্পূর্ণ ডিভাইস বিক্রির সুযোগ নেই। অ্যাপল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।