প্রযুক্তি এখন এতটাই উন্নত হয়ে গিয়েছে যে, কিছু সময় তার কারিকুরি অবিশ্বাসযোগ্য হয়ে যায়। ইদানিং আমরা প্রযুক্তির উপরে এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছি যে, তাকে ছাড়া দু’দণ্ড ভাবতে পারি না। তার থেকেও বড় কথা হল সময় থেকে সময়ান্তরে তার রূপও বদলাচ্ছে, বদলাচ্ছে তার ধরনও।
ভিন্ন প্রজন্মের কাছে ভিন্ন ভাবে ধরা দিচ্ছে টেকনোলজি। তেমনই একটি উদাহরণ খুব সম্প্রতি আমাদের সামনে হাজির হয়েছে, যা সত্যিই অভাবনীয়। এমনই প্রযুক্তি বাজারে এসেছে, যা কোনও চার্জার ছাড়াই স্মার্টফোন সহ অন্যান্য গ্যাজেট চার্জ করে দেবে। কীসের সাহায্যে চার্জ হবে, মানে হাওয়ায় তো আর সম্ভব নয়! আপনারই জামাকাপড় দিয়ে চার্জ হবে ফোন ও অন্যান্য গ্যাজেট। আর যে প্রযুক্তির মাধ্যমে এই অসাধ্যসাধন হবে, তার নাম ই-টেক্সটাইল টেকনোলজি।
ই-টেক্সটাইল প্রযুক্তি কী?
ই-টেক্সটাইল হল একটি বিশেষ ফেব্রিক, যা সাধারণ জামাকাপড়ের থেকে অনেকটাই আলাদা। ফোন বা অন্যান্য গ্যাজেট চার্জ করতে দরকার এই বিশেষ ফ্যাব্রিক। এখন এই ফ্যাব্রিকে গড়া জামাকাপড় পরলেই আপনার ফোন চার্জ হয়ে যাবে কোনও চার্জার ছাড়াই। এই ফ্যাব্রিক ব্যবহার করে তৈরি পোশাকগুলি তাদের ভিতরে সৌর শক্তি সঞ্চয় করে এবং আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন ও আপনার স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট চার্জ করতে পারেন। কাপড় যত বড় হবে, তত বেশি সৌরশক্তি নিজের ভিতরে সঞ্চয় করবে এবং আপনি আপনার স্মার্টফোনকে আরও বেশিবার চার্জ করতে পারবেন।
কোথা থেকে এই প্রযুক্তি এসেছে?
এই প্রযুক্তি নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মস্তিষ্কপ্রসূত, তাঁরাই এই বিশেষ কাপড়টি তৈরি করেছেন। এই বিশেষ ফ্যাব্রিক সৌর শক্তি সঞ্চয় করে, যা আপনার গ্যাজেট চার্জ করতে ব্যবহার করা যেতে পারে। স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি গ্যাজেটও চার্জ করতে পারবেন এই ফ্যাব্রিকের সাহায্যে।
সৌরকোষ দিয়ে সজ্জিত এই সেল:
এই বিশেষ ফ্যাব্রিকটি সৌর শক্তি সংরক্ষণ করে এবং তার জন্য বিজ্ঞানীরা এতে ১২০০ টি ছোট ফটোভোলটাইক কোষ (সৌর প্যানেল) ব্যবহার করেছেন। এই কারণেই এর ভিতরে সৌর শক্তি সঞ্চিত থাকে, যা ব্যবহার করে আপনি আপনার গ্যাজেটগুলি চার্জ করতে পারেন। এই ফ্যাব্রিকটি ৪০০ মিলিওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে সক্ষম, তাই আপনি সহজেই আপনার গ্যাজেটগুলি চার্জ করতে সক্ষম হবেন।