শিগগিরই বাজারে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপসেট ডাইমেনসিটি ৯২০০ উন্মোচনের বিষয়ে ভাবছে মিডিয়াটেক। গিজমোচায়না প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী মিডিয়াটেকের নতুন চিপটি গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) পারফরম্যান্সের দিক থেকে অ্যাপলের এ১৬ চিপকে ছাড়িয়ে যাবে।
আগের প্রজন্মগুলোর তুলনায় ডাইমেনসিটি ৯২০০ অনেক বেশি শক্তিশালী হবে বলে এরই মধ্যে গুঞ্জন উঠেছে। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন চিপটির সক্ষমতা এতই বেশি হবে যে এটি জিএফএক্স বেঞ্চমার্কে জিপিইউ পারফরম্যান্সের দিক থেকে অ্যাপলের এ১৬ বায়োনিক চিপকে ছাড়িয়ে যাবে।
প্রতিবেদনে আরো বলা হয়, ম্যানহাটন ৩.০ অফস্ক্রিনের জিএফএক্স ১০৮০পি পরীক্ষায় ডাইমেনসিটি ৯২০০ প্রতি সেকেন্ডে ৩২৮ ফ্রেম স্কোর করেছে, যা অ্যাপলের এ১৬ বায়োনিকের তুলনায় ৪৮ ফ্রেম বেশি। মিডিয়াটেকের নতুন চিপটি ম্যানহাটন ৩.১-এর অফস্ক্রিন পরীক্ষায় প্রতি সেকেন্ডে ২২৮ ফ্রেম স্কোর করেছে, যেখানে এ১৬ বায়োনিক চিপের স্কোর প্রতি সেকেন্ডে ২০০ ফ্রেম।
এ সিরিজের বায়োনিক সিরিজের মাধ্যমে অ্যান্ড্রয়েডের সবচেয়ে ভালো চিপসেটের তুলনায় অ্যাপল বরাবরই এগিয়ে। অ্যাপলের আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে এ১৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। প্রকাশিত তথ্য যদি সত্য হয় তাহলে বায়োনিক চিপের তুলনায় ডাইমেনসিটি ৯২০০ কিছুটা হলেও বেশি পারফরম্যান্স করবে। তবে চিপের বিষয়ে মিডিয়াটেকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।