ব্যবহারকারীর অনুমতি ছাড়াই লোকেশন ট্র্যাকিং করেছে গুগল, গোপনীয়তা সংক্রান্ত এমন নিয়ম ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩৯১ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে হয়েছে টেক জায়ান্ট গুগলকে। দেশটির ৪০টি অঙ্গরাজ্যের সম্মিলিত অভিযোগের ভিত্তিতে গুগলকে এই জরিমানা হয় হয়।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য অরিগন ও নেব্রাস্কা কর্তৃপক্ষের নেতৃত্বে হওয়া এক তদন্তে এক ভয়াবহ তথ্য সামনে এসেছে। এতে দেখা গেছে, গত মাসে কয়েকটি নির্দিষ্ট ফার্মের ব্যবহারকারীদের লোকেশন অবৈধভাবে ট্র্যাক করা হয়েছে। যা ব্যবহারকারীদের জন্য খুবই উদ্বেগের।
গুগলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের আদালত বলেছে, লোকেশন ট্র্যাকিং প্রশ্নে গুগলকে অবশ্যই গ্রাহকের কাছে স্বচ্ছ হতে হবে এবং ওয়েব পেজে এ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত আকারে জানাতে হবে।
গুগল বলেছে, লোকেশন ডেটা প্রশ্নে তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা প্রদানে আগামীতে বেশ কিছু আপডেট আসবে।
এ নিয়ে গুগলের মুখপাত্র জোস কেসটেন্দা বলেন, আমরা এই তদন্তটি নিষ্পত্তি করছি। অবশ্য আমরা এ ধরনের পলিসি আরও এক বছর আগেই পরিবর্তন করেছি।