প্রতিদ্বন্দ্বীরা যে দামে ৫জি ফোন বিক্রি করবে, চাইনিজ টেক জায়েন্ট কোম্পানি হুয়াওয়ে তার অর্ধেক দামে ৫জি বিক্রি করবে। ফিনান্সিয়াল টাইমস এর এক সাক্ষাৎকারে হুয়াওয়ের ওয়্যারলেস সলিউশনের চিফ মার্কেটিং অফিসার ড. পিটার ঝু এই কথা বলেন!
তিনি বলেন, হুয়াওয়ে এই বছরে $600 বা বাংলাদেশী টাকায় প্রায় ৳৫০,০০০ মধ্যে ৫জি এনাবল্ড স্মার্টগব বাজারে উন্মুক্ত করবে। তিনি আরো বলেন, ২০২০ এর মধ্যে ৫জি ফোনের দাম আরো কমবে। অনেকের মতে ২০২০ এর মধ্যে ২৪-২৫ হাজার টাকায় ৫জি ফোন পাওয়া যাবে, Peter Zhou বলেন এটা সম্ভব ও হতে পারে!
স্যামসাং এর গ্যালাক্সি এস১০ ৫জি ফোনের দাম ১,২০০ ডলার সেখানে হুয়াওয়ে ৬০০ ডলারে ৫জি ফোন রিলিজ করবে। এদিকে অ্যাপেল আইফোনের ৫জি ফোনের দাম কতো হতে পারে সেই অনুসারে কোন হিন্ট পাওয়া যায়নি। ২০২০ বা ২০২১ এর মধ্যে হয়তো আইফোন ৫জি বাজারে আসতে পারে।
গতবছর, হুয়াওয়ে অ্যাপেলকে টেক্কা দিয়ে পৃথিবীর ২য় নং স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজের স্থান দখল করে নিয়েছে। হতে পারে কোম্পানিটি তাদের ফোনের দাম কমিয়ে দুনিয়ার বাজারে আরো প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এবং অস্ট্রেলিয়া মার্কেটে কোম্পানিটিকে সফল হওয়া থেকে লক করে দেওয়া হয়েছে।