উন্নত স্মার্টফোনের জন্য ২ বা ৩ গিগাবাইট র্যামকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তবে বাজারে এখন দেশী-বিদেশী ব্র্যান্ডের ৪, ৬ কিংবা ৮ গিগাবাইট র্যামেরও কিছু ডিভাইস পাওয়া যাচ্ছে। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজির এ যুগে অধিক সক্ষমতার র্যাম মোবাইল ডিভাইসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। দেশের বাজারে পাওয়া যাচ্ছে এমন ৩ গিগাবাইট র্যামের সাশ্রয়ী কয়েকটি ডিভাইস নিয়ে আজকের আয়োজন—
ওয়াইসিক্স প্রো ২০১৯
ডিজাইন সচেতন তরুণ গ্রাহকদের প্রত্যাশা পূরণে দেশের বাজারে ওয়াইসিক্স প্রো ২০১৯ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। তুলনামূলক সাশ্রয়ী দামের ৬ দশমিক শূন্য ৯ ইঞ্চি ডিউড্রপ নচ ডিসপ্লের ৩ গিগাবাইট র্যামের এ হ্যান্ডসেটে ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে এলইডি ফ্ল্যাশ সুবিধার ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির স্যাফায়ার ব্লু ও মিডনাইট ব্ল্যাক সংস্করণের দাম ১২ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ব্যাক প্যানেলে এক ধরনের লেদার টেক্সার দেয়া অ্যাম্বার ব্রাউন সংস্করণটির দাম ১৩ হাজার ৫৯৯ টাকা।
প্রিমো এইচ৮
ওয়ালটনের অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ফোরজি সমর্থিত ৫ দশমিক ৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের এ হ্যান্ডসেটে ১ দশমিক ২৮ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। বাংলাদেশে তৈরি ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত প্রিমো এইচ৮-এর দাম ৭ হাজার ৯৯৯ টাকা।
প্রিমো আর৫ প্লাস
ওয়ালটনের দেশে তৈরি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ফোরজি সমর্থিত ৫ দশমিক ৭২ ইঞ্চি ফুলভিউ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের ডিভাইসটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ডুয়াল সিম সমর্থিত এ হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
সিম্ফনি পি১১
সিম্ফনির ৫ দশমিক ৭ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল ডিসপ্লের অ্যান্ড্রয়েড ৭.০ নুগাটচালিত ৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো ৩২ গিগাবাইট বাড়ানো যাবে। ফোরজি সমর্থিত এ হ্যান্ডসেটে ১ দশমিক ৩ গিগাহার্টজের ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর আছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
গ্যালাক্সি এম২০
স্যামসাংয়ের এম সিরিজের ফোরজি সমর্থিত ৬ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের ৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ডিভাইসটিতে ১ দশমিক ৮ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর আছে। ডুয়াল সিম সমর্থিত এ স্মার্টফোনে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি-সংবলিত গ্যালাক্সি এম২০ স্মার্টফোনের দাম ১৪ হাজার ৯০০ টাকা।