পরিবর্তন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ১ ডিসেম্বর থেকে ফেসবুক প্রোফাইল থেকে ব্যবহারকারীদের কিছু তথ্য সরিয়ে দেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্মীয় পরিচয়সহ চারটি ব্যক্তিগত তথ্য ফেসবুকে আর দেখা যাবে না।
ফেসবুকের পক্ষ থেকে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে বলা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে অ্যাড্রেসেস, ইন্টারেস্টেড ইন, রিলিজিয়াস ভিউজ এবং পলিটিক্যাল ভিউজ এই চারটি তথ্য প্রোফাইলে দেখা যাবে না।
ফেসবুকের শুরু থেকে ইন্টারেস্টেড ইন ক্যাটাগরিতে ব্যবহারকারীর যৌনতা, রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য শেয়ার করার সুযোগ ছিল।
এ বিষয়ে মেটার মূখপাত্র এমিল ভ্যাসকেজ জানিয়েছেন, ফেসবুক ব্যবহাকারীদের নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, চারটি তথ্য মুছে দেওয়া হবে। তারা চাইলে এসব তথ্য সংরক্ষণের সুযোগ পাবেন।
এদিকে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। যার ফলে প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে।