কোয়ালকমের শক্তিশালী ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসরে বাজারে আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন। ওয়ানপ্লাস ১১ মডেলের এই ফোনে শক্তিশালী প্রসেসর ছাড়াও থাকবে দুর্দান্ত ক্যামেরা।
লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুসারে, ওয়ানপ্লাস ১১ ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সনির আইএমএক্স ৮৯০ সেন্সর। সঙ্গে থাকবে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনটিতে ব্যবহৃত টেলিফটো ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় ২এক্স অপটিকাল জুম পাওয়া যাবে।
স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর থাকায় ফোনটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে। বর্তমান সময়ে বেশিরভাগ ল্যাপটপে ৮ জিবি র্যামের ব্যবহার হলেও ওয়ানপ্লাস ১১ ফোনে থাকবে ১৬ জিবি র্যাম ও ২৬৫ জিবি স্টোরেজ।
ওয়ানপ্লাসের নতুন ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি ২কে অ্যামোলেড ডিসপ্লে। ফাইভজি সাপোর্টেট ওয়ানপ্লাসের এই ফোনে থাকবে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটিতে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সাথে ১০০ ওয়াটের ফাস্ট চার্জার। বলা হচ্ছে, ২০২৩ সালের শুরুতে অবমুক্ত হবে ওয়ানপ্লাস ১১।