দারুণ সব ফিচারের নতুন স্মার্টফোন বাজারে এনেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ব্যবহার উপযোগী এই মোবাইল ফোনের মডেল ওকিটেল ডব্লিউপি২১। রাগেড ডিজাইনের ফোনটির প্রধান আকর্ষণ এর ব্যাটারি। এতে রয়েছে ৯ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি।
ওকিটেলের দাবি, একবার চার্জে ১ হাজার ১৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনে। টানা ভিডিও দেখা যাবে ১২ ঘণ্টা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহার করা হয়েছে ওকিটেলের নতুন ফোনে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চালিত ফোনে রয়েছে ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি৬৮ ও আইপি৬৯কে রেটিং।
ডিভাইসটিতে ১২ জিবি র্যামের সঙ্গে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৬ সেন্সর। এছাড়া থাকছে ২০ মেগাপিক্সেলের সনি নাইট ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। নাইট ভিশন ক্যামেরা থাকায় রাতেও ভালো ছবি তোলা ও ভিডিও করা যাবে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এ ফোনে রয়েছে ফোরজি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা।