ফোরকে রেজুলেশনের নতুন মডেলের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সিনেডিয়ের প্যাকেজিংয়ে বাজারে আসা এই ডিসপ্লে মাল্টিপারপাস কাজে ব্যবহারযোগ্য।
দেশের তৈরি ইন্টারঅ্যাকটিভ এই ডিসপ্লেতে রয়েছে ফোরকে আলট্রা এইচডি এলইডি এবং এলসিডি আইপিএস ডিসপ্লে। মাল্টিটাচ সুবিধার এই ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। এতে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং ১৬:৯ এসপেক্ট রেশিও থাকায় বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, অফিস মিটিং, ক্লাসরুমে ব্যবহার, ভিডিও দেখা, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং হবে আরও প্রাণবন্ত।
ডিসপ্লের পারফরমেন্স নিশ্চিত করতে রয়েছে এমটি৯৯৫০ চিপসেটসহ ১.৮ গিগাহার্টজ গতির কর্টেক্স এ৭৩ কোয়াড কোর প্রসেসর এবং মালি জি৫২ এমপি২ গ্রাফিক্স। ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি থাকায় অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এতে।
ডিসপ্লের সঙ্গে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী প্রয়োজনে ওপিএস পিসি মডিউলের মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই কিংবা ল্যান পোর্টের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করা যাবে। ব্লুটুথ সুবিধার মাধ্যমে মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি সংযুক্ত করা যাবে।
বর্তমানে বাজারে রয়েছে ৬৫ থেকে ৯৮ ইঞ্চি সাইজের ৫ মডেলের ওয়ালটন ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে। মডেলভেদে দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা থেকে ছয় লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।