ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর কিছুদিন ব্যবহারকারীদের ব্লু টিক মার্ক দেওয়া বন্ধ ছিল। এই ফিচারটি নিয়ে ফিরল জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। ব্লু টিকের পাশাপাশি গ্লোল্ডেন টিক ও গ্রে চেকমার্ক চালু করা হয়েছে।
ইলন মাস্ক জানিয়েছে এবার থেকে বিজনেস অ্যাকাউন্টের অফিশিয়াল লেবেলের বদলে গোল্ডেন টিক দেখানো হবে।
কোম্পানির সাপোর্ট পেজে টুইটার জানিয়েছে, ‘গোল্ডেন চেকমার্কের অর্থ টুইটার ‘ব্লু ডোর বিজনেস’। অর্থাৎ এটি একটা অফিশিয়াল বিজনেস অ্যাকাউন্ট।
টুইটার আরও জানিয়েছে, সব অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে গোল্ড চেকমার্ক দেওয়া হয়নি। এখনও কিছু অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাবে। যদিও এখন ব্লু টিকের সংজ্ঞা বদলে গিয়েছে।
মাইক্রো ব্লগিং সাইট জানিয়েছে, ব্লু টিকের দুইটি অর্থ হতে পারে। প্রথমত টুইটারের পুরনো নিয়মে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে ব্লু টিক দেখানো হবে। অথবা নয়া টুইটার ব্লু সাবস্ক্রিপশন অ্যাকটিভ থাকলেও দেখানো হবে ব্লু টিক। ৯ নভেম্বর থেকে এই সাবস্ক্রিপশন শুরু নিয়েই শুরু হয়েছিল যত বিতর্ক।