যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলেস ফরেস্ট হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর পাহাড়ি খাদে গাড়ি নিয়ে পড়ে যান এক দম্পতি। ফোনের নেটওয়ার্ক না থাকায় কারও সাথে যোগাযোগ করতে পারছিলেন না তারা। ঠিক এ সময় নিজের আইফোন থেকে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি বিপদ সংকেত পাঠান এই দম্পতি। বার্তায় জিপিএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবস্থানের তথ্য যুক্ত হওয়ায় উদ্ধারকারী দল তাদের দ্রুত খুঁজে পায়।
মন্ট্রোজ রিসার্চ অ্যান্ড রেসকিউ টিমের করা এক টুইটার পোস্টের মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসে। মুহূর্তেই উদ্ধার অভিযানের ভিডিও ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়।
আইফোনের স্যাটেলাইট সংযোগ ক্র্যাশ ডিটেকশন মোড ব্যবহারকারী কোনো দুর্ঘটনায় পড়েছে কি না তা শনাক্ত করতে সক্ষম। একই সাথে সেলুলার ও ওয়াই-ফাই নেটওয়ার্কের বাইরে থাকলেও স্যাটেলাইটের সাহায্যে মেসেজ পাঠানো যায় আইফোন ১৪ ব্যবহার করে। পাশাপাশি জরুরি নম্বরে যোগাযোগ স্থাপন করা যায়।
শুরুতে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য এ সেবা চালু ছিল। এখন থেকে ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরাও স্যাটেলাইট ইমার্জেন্সি এসওএস পরিষেবার সুবিধা নিতে পারবেন।