তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার আনল বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। মডেল এসার সুইফট এজ। অ্যালুমিনিয়াম অ্যালয় চেসিসে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ধাতু অ্যালুমিনায়ামের চেয়ে ২০ শতাংশ পাতলা। ল্যাপটপটির ওজন মাত্র ১.১৭ গ্রাম।
ল্যাপটপটিতে রয়েছে ১৬ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে ওলিড প্যানেল ব্যবহৃত হয়েছে। যা ফোরকে রেজুলেশন দেবে।
অলিভাইন ব্ল্যাক কালারে ল্যাপটপটি কেন যাবে। এই ডিভাইস ফাস্ট চার্জ সাপোর্ট করে। কেননা, এতে ৬৫ ওয়াটের পিডি চার্জিং অ্যাডাপ্টর দেওয়া হয়েছে।
টাইপ সি পোর্টের মাধ্যমে ল্যাপটপটি চার্জ নেবে।
এসারের নতুন এই ল্যাপটপে মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর। এই প্রসেসরের সাহায্যে যেকোনও ধরনের জটিল সাইবার অ্যাটাক আটকানো যাবে।
ল্যাপটপটি চলবে এএমডি রাইজেন ৭ জেনারেশনের অক্টাকোর প্রসেসরে। নিরাপত্তার জন্য কম্পিউটারটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্স দেওয়া হয়েছে।
এতে ফুল এইচডি ওয়াবক্যাম দিয়েছে এসার। এই ক্যামেরায় ৬০এফপিএস-এ ভিডিও খরা যাবে। ভিডিও কলের সময় যাতে অসুবিধা না হয় সেজন্য টেম্পোরাল নয়েজ রিডাকশন ফিচার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য আরও আছে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট, ইউএসবি ৩.২ জেনারেশন ১ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং ওয়াইফাই ৬ই কানেক্টিভিটি।
ল্যাপটপটির দাম আন্তর্জাতিক বাজারে দেড় লাখ টাকা।