কভিড-১৯ মহামারীর সংক্রমণ, কঠোর বিধিনিষেধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসংক্রান্ত বিরোধের কারণে চীন এখন অস্থিতিশীল। অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান সেখান থেকে তাদের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদের মধ্যে অ্যাপলও রয়েছে। বর্তমানে অ্যাপলের সরবরাহকারীরা দক্ষিণ ভারতের পরিবর্তে উত্তর ভারতে কার্যক্রম স্থানান্তরে কাজ করছে। খবর ডিজিটাইমস।
দক্ষিণ ভারতে ফক্সকন, পেগাট্রন ও উইস্ট্রন অ্যাপলের আইফোন অ্যাসেম্বল বা জোড়া দেয়। এক প্রতিবেদনে আইএএনএস জানায়, দক্ষিণ কোরিয়ায় অ্যাপলের কিছু সরবরাহকারী সম্মেলন করেছে। সেখানে উত্তর প্রদেশে ৩৪ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়েছে। এরই মধ্যে জাপানভিত্তিক সেইকো অ্যাডভান্স ও ক্যামেরার যন্ত্রাংশ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ইয়ামুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির (ওয়াইইআইডিএ) সেক্টর ২৯-এ জমি ক্রয়ে ১০ শতাংশ অর্থ দিয়েছে।
ওয়াইইআইডিএর সেক্টর ২৯ উত্তর প্রদেশের বৃহত্তর নয়ডায় অবস্থিত। নয়াদিল্লি থেকে এর দূরত্ব ২০ কিলোমিটারেরও কম। ওয়াইইআইডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরুণ ভির সিংয়ের মতে, কালি উৎপাদনকারী প্রতিষ্ঠান সেইকো অ্যাডভান্স মিডনাইট গ্রিন রঙের আইফোনের জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি সেক্টর ২৯-এ পাঁচ একর জমিতে তাদের পণ্য উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। সম্মিলিতভাবে এসব সরবরাহকারী উত্তর প্রদেশে ২৩ একর জমিতে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে।
অ্যাপলের ২০২১ অর্থবছরে অধিকাংশ সরবরাহকারী ভারতের তামিলনাড়ুতে তাদের উৎপাদনকেন্দ্র স্থাপন করেছে। এর মধ্যে তাইওয়ানভিত্তিক ফক্সকন ও পেগাট্রন রয়েছে। অন্যদিকে চীনভিত্তিক অপো, ভিভো উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বিনিয়োগ করছে। স্যামসাং ইলেকট্রনিকস ও স্যামসাং ডিসপ্লেরও এ অঞ্চলে কারখানা রয়েছে।