গুগল প্লে স্টোরে ইন অ্যাপ কেনাকাটা অনেকটাই প্রচলিত। তরুণ ও কিশোরদের অধিকাংশ ইন গেম কেনাকাটায় সম্পৃক্ত। তবে মাত্রার বেশি কোনো কিছুই ভালো নয়। আর তাই অপ্রয়োজনীয় ইন অ্যাপ কেনাকাটা রোধে পারচেজ রিকোয়েস্ট নামের নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল। খবর টেকটাইমস।
নতুন ফিচারটি চালু হলে সন্তানরা অ্যাপের ভেতর থেকে কোনো কিছু কেনার আবেদন করলে সে বিষয়ে অভিভাবকদের জানানো হবে। মূলত তাদের অনুমতি গ্রহণেই এ উদ্যোগ। যারা গুগল অ্যাকাউন্টে ফ্যামিলি পেমেন্ট সেটআপ করেনি, তাদের জন্য ফিচারটি বেশি সহায়ক। প্লে স্টোর থেকে অতিরিক্ত কেনাকাটার জন্য অভিভাবকদের ক্রেডিট কার্ড বিল বা অন্যান্য মাধ্যমে যে ব্যয় বাড়তি যুক্ত হয় তা কমাতেই এ উদ্যোগ।
সম্প্রতি গুগল কিওয়ার্ডের এক ব্লগ পোস্টে বলা হয়, মাউন্টেনভিউ ভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি শেয়ারড অ্যাকাউন্টের জন্য পেমেন্ট পদ্ধতির পরিধি বাড়াচ্ছে। অনেকেই কেনাকাটার সুবিধার্তে অ্যাকাউন্টে ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করে রেখে দেন। ফলে সন্তানরাও ইচ্ছেমতো কেনাকাটা করে। নতুন ফিচারের কারণে কেনাকাটার জন্য সরাসরি অনুমতি দেয়ার পরিবর্তে স্ক্রিনে অভিভাবককে জিজ্ঞাসা করার কথা বলা হবে।
প্রশ্ন করার পর প্লে স্টোরে পেমেন্ট পদ্ধতিসহ যে অ্যাকাউন্ট লিংক করা আছে, সেখান থেকে কোনো কিছু কেনার জন্য অভিভাবক বা ম্যানেজারের কাছে মেসেজ যাবে। ফলে শিশুরা চাইলেই আর যখন যা খুশি কিনতে পারবে না। অভিভাবকদের অনুুমতি নিতে হবে। অ্যান্ড্রয়েড সেন্ট্রালের তথ্যানুযায়ী, গুগলের পক্ষ থেকে অভিভাবক ও ম্যানেজারদের কাছে অপেক্ষায় থাকা কেনাকাটার বিষয়ে অতিরিক্ত তথ্য জানানো হবে।