বৃহস্পতিবার বিকেলে (২৯ ডিসেম্বর ২০২২) অবসরজনিত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক পরিচালক মোহাম্মদ এনামুল কবিরকে অবসরজনিত বিদায় জানান বিসিসি কর্তৃপক্ষ।
রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত বিসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড ১) রণজিৎ কুমার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডিজিই প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড: মুহম্মদ মেহেদী হাসান, বিসিসি এর নীতি কৌশল ও পরিকল্পনা বিষয়ক পরিচালক মো: আবু সাঈদ এবং বিসিসি সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম।
রাজশাহীর মোহাম্মদ এনামুল কবির বুয়েট থেকে ইইই তে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে এমবিএ সম্পন্ন করেন। দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৮ বছরে সততা, নিষ্ঠা, আন্তরিকতার ও দক্ষতার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের সাথে তিনি যুক্ত ছিলেন। সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট, ডিজিটাল ওয়ার্ল্ড, ব্লকচেইন অলিম্পিয়াড, ন্যাশনাল গার্লস কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট, ই-এশিয়াসহ নানা গুরুত্বপুর্ণ ইভেন্ট বা কার্যক্রম সফলভাবে আয়োজনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
অনুষ্ঠানে মোহাম্মদ এনামুল কবির তার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন যে তথ্য প্রযুক্তির বিকাশে দেশ ও জনগণের সেবায় বিসিসি পেশাদারিত্বের সাথে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভাল করার পাশাপাশি সকল চ্যালেঞ্জ শক্তভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তিনি বিসিসি কে আরো সফলভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে মতামত ব্যাক্ত করেন।
সবশেষে বিদায়ী বিসিসি পরিচালক মোহাম্মদ এনামুল কবির এর সমৃদ্ধ ভবিষ্যত কামনা করে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন বিসিসি কর্মকর্তাগণ।