জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর থেকে বির্তক যেন পিছু ছাড়ছে না বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের। এবার টুইটার অফিসের ভাড়া পরিশোধ না করায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভবনের মালিক। খবর ব্লুমবার্গ।
সান ফ্রান্সিসকোর টুইটার অফিসের ভাড়া পরিশোধ না করায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভবনের মালিক কলম্বিয়া রেট। জানা গেছে, দ্রুত বকেয়া ভাড়া পরিশোধ করতে গত ১৬ ডিসেম্বর টুইটারকে নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ভাড়া পরিশোধ করা হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর একটি আদালতে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিশ্বব্যাপী কোনো অফিসেরই ভাড়া পরিশোধ করছে না টুইটার। এ তালিকায় আছে টুইটারের প্রধান অফিসও।
টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলছেন, এই মুহূর্তে ব্যাপক হারে রাজস্ব সংগ্রহের পরিমাণ কমছে। অর্থ সংকটে আছে টুইটার।
এর আগেও চার্টার্ড বিমান ব্যবহার করেও ভাড়া পরিশোধ না করার অভিযোগ ছিল টুইটারের বিরুদ্ধে।
এদিকে টেসলার শেয়ারের পতনের পরে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমানে ধস নেমেছে। ২০২১ সালের ৪ নভেম্বর মাস্কের সম্পদ ছিল ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। সেটি কমতে কমতে এখন দাঁড়িয়েছে মাত্র ১৩ হাজার ৭০০ কোটি ডলারে। এর ফলে শীর্ষ ধনীর আসনও হারান টেসলা সিইও।