প্রযুক্তি ও মোবাইল সার্ভিসেস খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নোকিয়া বিশ্ব জুড়ে ইন্টারনেটের লিমিটলেস কানেক্টিভিটি নিশ্চিতের লক্ষ্যে নেটওয়ার্ক অবকাঠামো খাতে বড় অংকের বিনিয়োগ করছে।
নোকিয়ার আইপি সার্ভিস রাউটিং প্ল্যাটফর্মগুলোর কেন্দ্রে নতুন এফপি৫ সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা নেটওয়ার্ক প্রসেসরের একটি নতুন প্রজন্ম। এটি রাউটারের ইফিসিয়েন্সি ও পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো আপস ছাড়াই ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা পূরণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা হুমকি কমিয়ে আনে।
নোকিয়া নেটওয়ার্কসমূহ পিক টাইম, অনিরাপদ আইটি অবকাঠামো, দুর্বল নেটওয়ার্কের মতো পরিস্থিতিতেও দারুণ কাজ করবে। ভবিষ্যতে আরও উন্নত সংযোগের জন্য নোকিয়া কর্তৃক গৃহীত প্রকল্পগুলোর একটিতে বিভিন্ন দেশের মাধ্যমে সাব-সী (subsea) টেলিকমিউনিকেশনের একটি গ্লোবাল নেটওয়ার্ক স্থাপনও অন্তর্ভুক্ত আছে। এই সাব-সী নেটওয়ার্কসমূহ ছোট ছোট ৫জি সেলে মাল্টিট্যুড কানেকশন তৈরি করে ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতির ভবিষ্যত গড়বে, বলা যায় চতুর্থ শিল্প বিপ্লবের গতি ত্বরান্বিত করবে।
নেটওয়ার্কের কার্যকারিতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে অপারেটরদের সহযোগিতা করার জন্য নোকিয়া, হার্ডওয়্যারের পাশাপাশি আর অ্যান্ড ডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সল্যুশনেও বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি ৫জি নেটওয়ার্ক সেবা প্রদানকারী চিপসেট তৈরি থেকে শুরু করে অপারেটিং নেটওয়ার্ক অবকাঠামো সিস্টেমের উন্নয়ন সাধন করে যাচ্ছে।