ইলন মাস্ক মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা ২০ কোটির বেশি টুইটার ব্যবহারকারীর ইমেইল ঠিকানা চুরি করে এক অনলাইন হ্যাকিং ফোরামে সেগুলো পোস্ট করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্ম হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল বলেন, আমার দেখা সবচেয়ে উল্লেখযোগ্য হ্যাকের ঘটনা এটি।
এ নিয়ে অবশ্য টুইটারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া টুইটার কোনো তদন্ত শুরু করেছে কি না তাও স্পষ্ট নয়।
টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারা হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে আরও একবার টুইটার হ্য়াক হয়েছিল। সে সময় কমপক্ষে ৪০ কোটি ব্যবহারকারীর ইমেইল ঠিকানা ও ফোন নম্বর চুরি হয়েছে কলে জানা গেছে। সেই হ্য়াকিংয়ের পেছনে কারা ছিল, তা এখনও জানা যায়নি।