প্রথমবারের মতো ফায়ারফক্স নিয়ে এলো অ্যাপভিত্তিক নিয়ন্ত্রিত বৈদ্যুতিক সাইকেল। যার নামকরণ করা হয়েছে আরবান ইকো। এর সমস্ত ফিচার নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে ফায়ারফক্স ফিট অ্যাপ। মূলত জার্মান প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি হয়েছে এ ই-সাইকেল। ডিজাইন করেছে ই-বাইক জায়ান্ট এইচএনএফ।
অন্যান্য সাইকেলের মতো এতেও রয়েছে প্যাডেল অ্যাসিস্ট। তবে এক নয় পাঁচ ধরনের প্যাডেল অ্যাসিস্ট মোড রয়েছে।
এতে ১০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফায়ারফক্সের দাবি, একবার চার্জে প্রায় ৯০ কিমি পথ চলা যাবে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি। সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা। পাওয়ার বাটনের সাহায্যে সহজেই সাইকেলটি চালু কিংবা বন্ধ করা যাবে।
সাইকেলটির সাথে থাকা অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারী স্পিড, দূরত্ব, খরচ হওয়া ক্যালোরি, হার্ট রেটসহ অনেক কিছুই সঠিকভাবে ট্র্যাক করতে পারবে।
ই-সাইকেলটিতে রয়েছে ফ্ল্যাট হ্যান্ডেলবার, পর্যাপ্ত রোড গ্রিপ এবং সেফটির জন্য উভয় চাকায় ডিস্ক ব্রেক। গ্রে রঙে সাইকেলটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার টাকা।