৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। ফোনটির মডেল নকিয়া সাফারি এজ।
দুর্দান্ত ফিচারের এই হ্যান্ডসেটে ১২ জিবি র্যাম দিয়েছে নকিয়া। ৮ জিবি র্যাম ভার্সনেও ডিভাইসটি পাওয়া যাবে। স্টোরেজ থাকবে ২৫৬ জিবি।
ফোনটিতে ৮৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। যা টানা ৩-৪ দিন ব্যাকআপ দেবে।
নকিয়া সাফারি এজ মডেলের স্মার্টফোনের ডিসপ্লেতে ফোরকে রেজুলেশন মিলবে। এই ফোনের ডিসপ্লের আকার ৬.৫ ইঞ্চি। এই ডিসপ্লে হবে অ্যামোলিড।
অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত নকিয়া সাফারিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। যা মিডরেঞ্জের ফোনের জন্য সেরা।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটাপে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স রয়েছে। এর সঙ্গে আছে ৩২, ৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
ফোনটি ফাস্ট চার্জ সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে ৫জি, এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই এবং জিপিআরএস থাকছে।
খুব শিগগিরই নকিয়া সাফারি এজ আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে।