রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রতিদিন গড়ে ৩০০ মোবাইল ফোন ছিনতাই হয়। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।
গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ছিনতাইকারী গ্রুপের ১৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি। আজ শনিবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
গ্রেফতারদের দেয়া তথ্যের বরাতে হারুন অর রশিদ বলেন, প্রতিদিন ওই চক্রের ১০০ সদস্য শহরের রাস্তায় ঘোরাফেরা করে এবং মহাজন (গ্যাং লিডার) তাদের প্রত্যেককে প্রতিদিন কমপক্ষে তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন। সেই হিসেবে শহরে প্রতিদিন গড়ে ৩০০ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাস বা গাড়ির জানালার পাশে বসে যখন কেউ ফোনে কথা বলে বা নেট ব্রাউজ করে তখনই ছিনতাইকারীরা ফোনগুলো চুরি করে। পরে মহাজনরা তাদের কাছ থেকে কম দামে কিনে নেয়।