বিশ্বব্যাপী পিন্টারেস্টের সক্রিয় মাসিক ব্যবহারকারী ৪৫ কোটিতে দাঁড়িয়েছে। ব্যবহারকারীর সংখ্যা বছরওয়ারি বেড়েছে ৪ শতাংশ। যুক্তরাষ্ট্র ও কানাডায় সক্রিয় ব্যবহারকারী সাড়ে নয় কোটিতে স্থির থাকলেও বিশ্বের অন্যান্য অঞ্চলে ব্যবহারকারী বাড়ায় প্লাটফর্মটির পরিধি বেড়েছে। খবর টেকক্রাঞ্চ।
২০২১ সালে আইডিয়া পিনস নামে একটি শর্ট ভিডিও প্রডাক্ট চালু করেছিল পিন্টারেস্ট। ভিডিও ফরম্যাটে ফুটপ্রিন্ট বাড়ানো এবং তা মনিটাইজ করার লক্ষ্যে ফিচারটি চালু করে প্লাটফর্মটি।
পিন্টারেস্টের সিইও বিল রেডি জানান, দীর্ঘমেয়াদে আমরা প্রত্যেক পিন শপ্যাবল করব। চলতি বছরে ভিডিওতে মনোযোগ থাকবে বলেও জানান তিনি।
চতুর্থ প্রান্তিকে প্লাটফর্মটিতে ভিডিও সরবরাহ ৩০ শতাংশ বেড়েছে বলে জানান বিল রেডি। এতে প্রধান ভূমিকা ছিল জেন জি কনটেন্ট নির্মাতাদের।