সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় গাড়িটির পরীক্ষা চালায় অ্যামাজনের চালকবিহীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান জুক্স।
প্রথমবারের মতো রাজপথে নিজেদের চালকবিহীন যান রোবোট্যাক্সির সফল পরীক্ষা চালিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। গত ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো রাস্তায় এই রোবোট্যাক্সির ট্রায়াল সম্পন্ন করে অ্যামাজনের চালকবিহীন যান নির্মাতা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জুক্স।
ক্যালিফোর্নিয়ার ফসটারসিটিতে অবস্থিত জুক্স-এর প্রধান কার্যালয় থেকে প্রায় এক মাইল দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানের অপর একটি ভবনের মাঝে যাত্রী নিয়ে যাতায়াত করে রোবোট্যাক্সিটি। অনেকটা মেট্রোরেলের বগির মতো দেখতে এই রোবোট্যাক্সিতে রাখা হয়নি প্রচলিত কোনো স্টিয়ারিং হুইল কিংবা ব্রেক প্যাডেল। এর কেবিনে মুখোমুখি বসতে পারেন চারজন আরোহী।
তবে পরীক্ষামূলক চলাচল সফল হলেও কবে নাগাদ এটি বাজারজাত করা হবে, সে ব্যাপারে কিছু জানায়নি অ্যামাজন। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার আগে সরকারি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে চালকবিহীন যানটিকে।
এদিকে পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হওয়ায় রোবোট্যাক্সিটির বাজারে আসার পথ অনেকটাই সুগম হয়েছে বলে জানিয়েছেন জুক্স-এর প্রধান নির্বাহী আইচাইভান্স।
চালকবিহীন যান প্রযুক্তি ব্যাপক সাড়া ফেললেও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ চ্যালেঞ্জিং। এতে ব্যাপক বিনিয়োগ করেও এ খাত থেকে সরে যেতে বাধ্য হয় বিশ্বের শীর্ষ অটোমোবাইল কোম্পানিগুলো। লাভের মুখ না দেখায় সবশেষ নিজেদের চালকবিহীন গাড়ি নির্মাণ উদ্যোগ আরগোএআইকে বন্ধ করে দেয় অটোমোবাইল জায়ান্ট ফোর্ড ও ফোকসওয়াগন।
তবে তাদের পথে না হেঁটে চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তিতে আস্থা রেখে বিপুল বিনিয়োগ করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। এর জন্য ২০২০ সালে প্রায় ১৩০ কোটি ডলারে জুক্সকে কিনে নেয় তারা।