কভিড-১৯ বিধিনিষেধের পর চীনে যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনেক প্রতিষ্ঠানকে কারখানা স্থানান্তরে বাধ্য করছে। অ্যাপলের সহযোগী প্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজি কার্যক্রম স্থানান্তরের অংশ হিসেবে ভারতে ৭০ কোটি ডলার ব্যয়ে নতুন কারখানা স্থাপনের কথা ভাবছে। এ বিষয়ে অবগত সূত্রে তথ্যটি জানা গেছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। যে কারণে বর্তমানে চীনে যেসব প্রতিষ্ঠানের কারখানা রয়েছে সেগুলোর অধিকাংশই সরিয়ে নেয়া হচ্ছে। তাইওয়ানের প্রতিষ্ঠানটি এর ফ্ল্যাগশিপ ইউনিট হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রির জন্যও পরিচিত। দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে ৩০০ একর জমিতে এ কারখানা স্থাপন করবে। কারখানাটিতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হবে। নাম না প্রকাশ করার শর্তে দুটি অবগত সূত্রে এ তথ্য জানা গেছে।
কয়েকজন জানায়, কারখানাটিতে অ্যাপলের হ্যান্ডসেট অ্যাসেম্বল করাও হতে পারে। এছাড়াও ফক্সকন নাসছেন্ট বৈদ্যুতিক গাড়ি ব্যবসার জন্য কিছু যন্ত্রাংশ এ কারখানায় তৈরি করতে পারে বলেও জানা গেছে। ভারতে এ কারখানা স্থাপন ফক্সকনের অন্যতম একক বড় বিনিয়োগের একটি। পাশাপাশি ভোক্তা পর্যায়ের বৈদ্যুতিক পণ্য উৎপাদনে চীন কীভাবে শীর্ষস্থান হারাচ্ছে সে বিষয়টিও পরিষ্কার হয়ে যাচ্ছে।