জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতে কারখানা তৈরির ঘোষণা দিয়েছে দেশটির চিপ নির্মাতা সংস্থা র্যাপিডাস। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় এ সংস্থা জানায়, আগামী পাঁচ বছরের মধ্যে কারখানায় অত্যাধুনিক দুই ন্যানোমিটার প্রযুক্তির চিপ ব্যাপক উৎপাদন করা হবে। খবর দ্য মাইনচি।
কারখানাটি জাপানের চিপ উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা হবে। দেশটির সেমিকন্ডাক্টর সেক্টরকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারি উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হবে। র্যাপিডাসের প্রেসিডেন্ট আতসুইয়োশি কইকে হোক্কাইডোর গভর্নর নাওমিচি সুজুকির সঙ্গে একটি বৈঠকে জানান, তার কোম্পানি একটি কারখানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কইকে বলেন, ‘আমরা সরকারের দৃষ্টিভঙ্গি ও বাজেট অনুমোদন পদ্ধতির ওপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির আশা করছি।’ টয়োটা মোটর করপোরেশন ও সনি গ্রুপ করপোরেশন প্রতিষ্ঠিত র্যাপিডাস ও আরো ছয়টি জাপানি কোম্পানি আগামী ২০২৫ সাল নাগাদ একটি পরীক্ষামূলক উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা করছে।