যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি মোবাইল নির্মাণ কোম্পানি নিজেদেরকে আপগ্রেড করতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিদিন নিত্যনতুন মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিতে আপ্রাণ চেষ্টা করছে প্রথম সারির কোম্পানিগুলি।
একসময় বিশ্ব বাজারে একচ্ছত্র অধিপত্যকারী নোকিয়া নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য বর্তমানে অস্তিত্ব হারানোর পথে। তবে কোম্পানিটি আবার ঘুরে দাঁড়ানোর জন্য একের পর এক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে। মাইক্রোসফট ফোনের বদলে এন্ড্রয়েড ফোন নির্মাণে মন দিয়েছে কোম্পানিটি।
বর্তমানে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে বিগত ২/১ বছরে বেশ কয়েকটি দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে Nokia। গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে কোম্পানিটি।
ফোনে নিজেদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় আরও একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই ফোন নির্মাণ কোম্পানি। জানা গেছে, Nokia তাদের C2 2nd Edition উন্মুক্ত করতে চলেছে বিশ্ব বাজারে। পাশাপাশি কোম্পানি তরফ থেকে দাবি করা হয়েছে, এটাই হতে চলেছে সেরা বৈশিষ্ট্যের মধ্যে তাদের সর্বনিম্ন দামের ফোন।