চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি রেডমি সিরিজের নতুন স্মার্টওয়াচ আনল। মডেল রেডমি ওয়াচ থ্রি। এতে একটি ১.৭৫ ইঞ্চির রাউন্ড অ্যামোলিড ডিসপ্লে। যা দেখতে অনেকটাই অ্যাপল ওয়াচের মতোই।
নতুন রেডমি ওয়াচে ৩৯০×৪৫০ পিক্সেল রেজুলেশন মিলবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্জ। ডিভাইসটিতে ১২০টি স্পোর্টস মোডও রয়েছে। এছাড়াও রেডমি ওয়াচ ৩ মডেলে ব্লুটুথ কলিং পাওয়া যায়।
নতুন স্মার্টওয়াচটি চারটি ভিন্ন ভিন্ন রঙে কেনা যাবে। স্মার্টওয়াচটির ওজন ৩৭ গ্রাম এবং এটিতে একটি সিলিকন স্ট্র্যাপ দেওয়া হয়েছে। এতে আপনি ব্লুটুথ কলিংয় ফিচারও পেয়ে যাবেন। এছাড়াও এতে ইমার্জেন্সি কলিংয়ের ফিচার রয়েছে। আর রয়েছে ১১২টি স্পোর্টস মোড, যার মধ্যে আউটডোর রান, সাইকেল চালানো এবং সাঁতার কাটা ইত্যাদি। স্মার্টওয়াচটিতে একটি জিএনএসএস চিপ রয়েছে, যা বাইদু, জিপিএস, গ্লোনাসসহ বেশ কিছু স্যাটেলাইটের অবস্থান দেখিয়ে দেবে।
হেলথ ফিচার হিসেবে এই ঘড়িতে ব্লাড অক্সিজেন ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকার এবং স্লিপ মনিটর দেওয়া হয়েছে। এই ঘড়িটিতে একটি ২৮৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যাতে আপনি ১২ দিনের ব্যাকআপ পেয়ে যাবেন।
রেডমি ওয়াচ ৩ জল প্রতিরোধের জন্য একটি ৫ এটিএম রেটিং রয়েছে এবং অ্যানড্রয়েড ৬.০ বা আইওএস ১২ সব ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে।