সাইবার হামলা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে মাইক্রোসফট করপোরেশন। এরই ধারাবাহিকতায় প্রযুক্তি জায়ান্টটি ওয়াননোট সফটওয়্যারে ১২০টি বিপজ্জনক ফাইল এক্সটেনশন বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিংকম্পিউটার জানিয়েছে, নিরাপত্তা উন্নয়নসহ ওয়াননোটের নতুন সংস্করণটিতে উচ্চঝুঁকিপূর্ণ ১২০ ধরনের ফাইল এক্সটেনশন বন্ধ করবে মাইক্রোসফট। এ প্রসঙ্গে মাইক্রোসফট বলছে, আপডেটটি উইন্ডোজ ডিভাইসে মাইক্রোসফট ৩৬৫ প্রোগ্রামের জন্য প্রযোজ্য। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের মধ্যে এটি প্রকাশ পাবে। এছাড়া আউটলুক, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের জন্য বিপজ্জনক ও ব্লক হওয়া ফাইলগুলোকেও ওয়াননোটের জন্য বিপজ্জনক হিসেবে তালিকাভুক্ত করা হবে।
আগে সম্ভাব্য বিপজ্জনক ফাইলগুলো চালুর সময় ডাটা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সতর্কবার্তা দিত সফটওয়্যারটি। তবে বিপজ্জনক হিসেবে চিহ্নিত এসব ফাইল এখনো চালু করা যায়। কিন্তু একবার সুরক্ষা উন্নয়নসহ আপডেটটি চালু হলে ব্যবহারকারীরা বিপজ্জনক এক্সটেনশনসহ ফাইলগুলো আর খুলতে পারবে না। ফাইলগুলো ব্লক করার সময় ডিসপ্লেতে অ্যাডমিনিস্ট্রেটর ওয়াননোটে এ ধরনের ফাইল খোলার সক্ষমতা বন্ধ করা হয়েছে এমন বার্তা দেখানো হবে।