বিশ্ববিদ্যালয়ের এআই চ্যাটবট সম্পর্কে পাঠ দিয়ে প্রায় অর্ধ কোটি টাকা রোজগার করেছেন এক শিক্ষক। ওই কোর্সের নাম ছিল ‘চ্যাটজিপিটি মাস্টার্সক্লাশ: আ কমপ্লিট চ্যাটজিপিটি গাইড ফর বিগিনার্স’। সেই কোর্সে ইতিমধ্যেই শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজারেরও বেশি।ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানের মতো বিভিন্ন দেশের মানুষজন উদেমিতে এই কোর্সটি করেছেন।
ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদেমিতে চ্যাটজিপিটির পাঠ দিয়েই এই বিরাট অংকের অর্থ উপার্জন করছে টেক্সাসের ল্যান্স জাঙ্ক নামের ওই তরুণ শিক্ষক।
টেক্সাসের অস্টিনের জাঙ্ক গত নভেম্বর থেকে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। তিনি দাবি করেছেন, চ্যাটজিপিটির ক্ষমতার সম্পর্কে অন্বেষণ করার পর তিনি ছিটকে যান। তিনি চেয়েছিলেন, এই চ্যাটবট যাতে সকলের ব্যবহারযোগ্য হতে পারে।
তার ভাষ্য ‘চ্যাটজিপিটি সম্পর্কে শেখার অনেক কিছু আছে।’ ২৩ বছরের ওই যুবক আরও জানিয়েছেন, এআই চ্যাটবট সম্পর্কে অনেক মানুষের মধ্যেই ভয় আছে। এই চ্যাটবটকেই তিনি প্রত্যেকটা মানুষের কাছে সহজ এবং উত্তেজনাপূর্ণ করে তুলতে চান।