সাশ্রয়ী মূল্যে নয়েজ ক্যানসেলিং বা শব্দরোধী ইয়ারবাডস আনার ঘোষণা দিয়েছে সনি। জাপানি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটির নতুন ঘোষিত ইয়ারবাডসটি ‘সনি ডব্লিউএফ-সি৭০০এন’। এর ফিচার সনির শীর্ষস্থানীয় ইয়ারবাডস ‘সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৪’ মডেলের মতোই। দুটো ইয়ারবাডসই আকৃতিতে অত্যন্ত ছোট, হালকা ও মূল্যের দিক থেকেও সাশ্রয়ী। খবর টেকরাডার।
প্রতিবেদন বলছে, অ্যাপলের ‘এয়ারপডস প্রো ২’-এর মতো প্রিমিয়াম বাডের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যেই প্রডাক্টটি বাজারে এনেছে সনি। কেননা অ্যাপলের এয়ারপডসের তুলনায় সনি সি৭০০এন ব্যবহার কিছুটা আরামদায়ক ও স্টাইলিশ।
সনি বলছে, নতুন ইয়ারবাডসটি আয়তনে ‘সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৪’-এর তুলনায় ৩৭ শতাংশ হালকা ও আকৃতিতে ৩৮ শতাংশ ছোট। ফলে এটি কানে আরো ভালোভাবে ফিট হবে। ফ্যাশন বা স্টাইলের তুলনা করতে গেলে সনির ইয়ারবাডসটি বেশ আকর্ষণীয়ই বলে জানিয়েছে প্রযুক্তি প্রোডাক্ট রিভিউকারীরা। কালো, সাদা, বেগুনি ও ধূসর-সবুজ এ চার রঙে পাওয়া যাবে প্রডাক্টটি। সনি কর্তৃপক্ষ জানিয়েছে, সনি ডব্লিউএফ-সি৭০০এন মডেলটির মূল্য ১২০ ডলারের কাছাকাছি। চলতি মাসেই প্রডাক্টটির বিক্রি শুরু হবে। যদিও এখনো সঠিক দিন-তারিখ নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।