দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিতে, ভাসমান সেলফোন অ্যান্টিনা স্থাপন করতে যাচ্ছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান-অ্যালফাবেট।
প্রতিষ্ঠানটির এ প্রকল্পে সাড়ে ১২ কোটি ডলার বিনিয়োগ করবে, জাপানের প্রযুক্তি জায়ান্ট সফটব্যাংক। মূলত সফটব্যাংক মালিকানাধীন হাফসমোবাইলের নেটওয়ার্কের মানোন্নয়নে, অ্যালফাবেটের প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে জাপানি প্রতিষ্ঠানটি।
আগামী জুলাই মাসে এ সেলফোন অ্যান্টিনা স্থাপন প্রকল্পের কাজ শুরু করবে অ্যালফাবেট ও সফটব্যাংক। এর মাধ্যমে দুই দেশের শীর্ষ প্রযুক্তি জায়ান্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবে পরিবর্তন আসবে বলে জানান বিশ্লেষকরা।
আর অ্যালফাবেট জানায়, ভাসমান অ্যান্টিনা স্থাপন করা হলে দ্রুত গতির ইন্টারনেট সেবার আওতায় আসবে প্রান্তিক অঞ্চলের মোবাইল ব্যবহারকারীরাও।