জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার। শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনেছেন। এরপর থেকে টুইটার প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হয়। এই অনলাইন যোগাযোগ মাধ্যমটির বয়স ১৬ পার হয়েছে। কিন্তু অনেকেই জানে না টুইটার লোগোতে থাকা পাখিটির নাম কী?
টুইটার লোগোর পাখির নাম
টুইটারের লোগোতে পাখিটির নাম ল্যারি। পাখিটির নামের পেছনে অনুপ্রেরণা হলো এক বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, যার নাম ল্যারি বার্ড। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার।
ল্যারি বার্ড ছিলেন একজন কিংবদন্তি বাস্কেটবল প্লেয়ার যিনি ৮০-৯০ দশকে বোস্টন সেল্টিকসের হয়ে এনবিএ-তে যোগ দিয়েছিলেন। তিনি মাইকেল জর্ডানের সাথে বাস্কেটবল খেলেছেন, যে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবলের সুবর্ণযুগ ছিল।
টুইটারের সহ প্রতিষ্ঠাতা ব্রিজ স্টোন, যিনি ল্যারি বার্ডের খেলা দেখে বড় হয়েছেন। তাই খেলায় কিংবদন্তির অবদানকে উদযাপন করার জন্য ব্রিজ স্টোন (টুইটারের সহ প্রতিষ্ঠাতা) পাখিটির নামকরণ করেন ল্যারি বার্ডের নামে।