অ্যাপলের আইপ্যাড পুরনো হলে এর ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। ফলে দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না। কিন্তু নতুন অবস্থাতেই এমন সমস্যা দেখা দিতে পারে। এর কারণ কী? এ থেকে পরিত্রাণের উপায়ই বা কী? আপনার আইপ্যাডের ব্যাটারিও যদি দ্রুত ফুরিয়ে যায়, তাহলে আপনাকে কিছু টিপস মানতে হবে। যার সাহায্যে আপনি এর ব্যাটারি ক্ষমতা বাড়াতে পারবেন। এমনকি একবার চার্জে বহুক্ষণ চালাতে পারবেন।
এইচডি ভিডিও ডাউনলোড করছেন?
আইপ্যাডের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ হতে পারে এইচডি ভিডিও ডাউনলোড করা বা চালানো। দীর্ঘ সময় ধরে ওয়াইফাই ব্যবহার করা বা ব্যাকগ্রাউন্ড অ্যাপস চলার ফলেও অনেক সময় চার্জ দ্রুত ফুরিয়ে যায়। কিন্তু এর উপায় কী? আপনার মনে হতে পারে তাহলে কী আপনি এইচডি ভিডিও ডাউনলোড করতোই পারবেন না? অবশ্য়ই পারবেন। তবে ডাউনলোড করার পর আপনাকে ভালো করে রিফ্রেশ করতে হবে। আর কিছুক্ষণের জন্য ওয়াইফাই কানেক্ট করবেন না। এতে আপনার ব্যাকগ্রাউন্ডে চলা কোনও অ্যাপের সঙ্গে যদি কিছু ডাউনলোড হয়, তাহলে তা থেমে যাবে।
‘লো পাওয়ার মোড’ অন করুন
বেশিরভাগ সময়ই আপনি ব্যাটারি বাঁচাতে আইপ্যাডে ‘লো পাওয়ার মোড’ ব্যবহার করতে পারেন। এটি ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ, ডাউনলোড ইত্যাদিকে বন্ধ করে দেয়। ফলে তারা আর কোনওভাবে কাজ করতে পারে না। আইপ্যাডের সেটিংসে গিয়ে কন্ট্রোল সেন্টারে এই অপশনটি পাবেন। সেখান থেকে অন করে নিন।
অটোমেটিক লক চালু করুন
চেষ্টা করবেন অটোমেটিক লক অপশনটি চালু রাখার। এতে আপনি যদি আইপ্যাডটি লক করতে ভুলেও যান, তাহলে সেটি নিজে থেকেই একটি নির্ধারিত সময়ের পর লক হয়ে যাবে। ফলে অতিরিক্ত চার্জ শেষ হবে না। চাইলে স্ক্রিনের ব্রাইটনেসও কমিয়ে রাখতে পারেন। এটি ব্যাটারিকে অনেকক্ষণ টিকিয়ে রাখবে। ৩০ সেকেন্ডের জন্য অটো লক চালু রাখলে আইপ্যাডের অনেক ব্যাটারি বাঁচাতে পারবেন।
ম্যাজিক কিবোর্ড ব্যবহার করুন
আপনি যদি ম্যাজিক কিবোর্ডের সঙ্গে আইপ্যাড ব্যবহার করেন, তবে আপনার কাজ আরও অনেক সহজ হয়ে যাবে। এতে আপনার আইপ্যাডের চার্জ বহুক্ষণ থাকবে। কারণ আপনি যখনই আপনার আইপ্যাডে টাইপ করেন, তা থেকে অনেক চার্জ খরচ হয়। তাই চেষ্টা করুন একটি আলাদা করে কীবোর্ড ব্যবহার করতে। এছাড়াও যেসব অ্যাপগুলির ব্যবহার করেন না। সেই সব অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন।