চলন বিল আইসিটির ভবিষ্যৎ হাব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের হলরুমে বিভাগীয় বিপিও সামিট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পলক বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষের শক্তি নিয়েই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সালে নির্বাচনে বিজয়ী হয়ে ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে, তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করেছেন।
তিনি বলেন, বিশ্বের খুব কম দেশ আছে, যাদের জনসংখ্যা ৫ কোটি। অথচ বাংলাদেশে কর্মক্ষম ছাত্রছাত্রীর সংখ্যাই প্রায় ৫ কোটি। আমাদের লক্ষ সেই কর্মক্ষম ছাত্রছাত্রীদের আইসিটি লিটারিসি দেওয়া এবং বিসিক আইটি প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা সৃষ্টি করা। এজন্য আগামী ৬ মাসের মধ্যে এক লাখ ৯ হাজার প্রতিষ্ঠানকে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল ক্যাবল দ্বারা সংযুক্ত করা হবে, যাতে ছেলে-মেয়েরা প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, সিংড়ার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫ হাজার ছাত্রছাত্রীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে নলেজ পার্ক, শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিবিউসন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হয়েছে। এই চলন বিল হবে ভবিষ্যৎ আইসিটি হাব, যেখানে সিংড়ার মাটিতে বসে এখানকার ছেলেমেয়েরা বড় বড় বিদেশি প্রতিষ্ঠানে কাজ করবে।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিপিও শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।
এ ছাড়া বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নাজনীন নাহার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।