টেসলা ইনকর্পোরেটেডের সিইও ইলোন মাস্কের ব্যবহৃত একটি ব্যক্তিগত জেট বেইজিং পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত তিন বছরের মধ্যে এটিই হবে মাস্কের প্রথম চীন সফর। সূত্র জানিয়েছে, দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। টেসলার সাংহাই প্ল্যান্ট পরিদর্শন করবেন বলেও আশা করা হচ্ছে।
অবশ্য ইলোন মাস্ক চীনে অবস্থান করছেন কি না তাৎক্ষণিকভাবে সে বিষয়ে মন্তব্য করার অনুরোধে জবাব দেয়নি টেসলা।
একটি ফ্লাইট অ্যাগ্রিগেশন ওয়েবসাইট অনুসারে, মাস্কের ব্যক্তিগত জেটটিকে আজ সকালে জাপান ও দক্ষিণ কোরিয়া অতিক্রম করার আগে আলাস্কা ছেড়ে যেতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের পর টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাটির বৃহত্তম উৎপাদন প্লান্টটিও সাংহাইয়ে অবস্থিত।