জার্মানির অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সিডিজের সঙ্গে চুক্তি করেছে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই)।
যৌথ অংশীদারত্বের মাধ্যমে এমএসআই স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি মোটরস্পোর্ট নামের ল্যাপটপ বাজারজাত করা হবে। শক্তিশালী হার্ডওয়্যারের পাশাপাশি ডিজাইনে মার্সিডিজ-এএমজি ব্র্যান্ডের স্পর্শে এটি গেমিং খাতে গ্রাহককে উন্নত অভিজ্ঞতা দেবে বলে জানানো হয়েছে।
ল্যাপটপটিতে সেলেনিটি গ্রে ম্যাগনেসিয়াম অ্যালয় চেসিস ব্যবহার করা হয়েছে। স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি মোটরস্পোর্টে ইন্টেলের ১৩ প্রজন্মের কোর আইনাইন প্রসেসর ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৭০ দেয়া হয়েছে।
এতে ১৬ ইঞ্চির আল্ট্রা এইচডিপ্লাস ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ৩৮৪০*২৪০০ পিক্সেল ও সিনেম্যাটিক আসপেক্ট রেশিও ১৬:১০। এ প্যাকেজের মধ্যে বেশকিছু অ্যাকসেসরিজ দেবে এমএসআই।
এর মধ্যে একটি মাউস, মাউস প্যাড, দ্রুত গতির ইউএসবি ড্রাইভ ও স্টাইলিশ ক্যারি কেস থাকবে। এর বাজারমূল্য ৩ হাজার ৫৩৩ ডলার। তবে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি বাজারজাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।