ফাইভজি প্রযুক্তি চালুর পর বাণিজ্যিকভাবে প্রথম ডিভাইস বাজারে আনে স্যামসাং। ২০১৯ সালের এপ্রিলে দক্ষিণ কোরিয়ার বাজারে প্রথম গ্যালাক্সি এস১০ ফাইভজি স্মার্টফোন উন্মোচন করা হয়। প্রায় চার বছর বাজারে থাকার পর সম্প্রতি এর সফটওয়্যার সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে স্যামসাং। খবর গিজমোচায়না।
প্রয়োজনীয় বিষয় ছাড়া এখন থেকে এ ডিভাইসের কোনো ফার্মওয়্যার ভার্সন আপডেট করবে না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। আগস্টের দিকে স্যামসাং আরো তিনটি ডিভাইসের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দিয়েছে। এগুলো হলো গ্যালাক্সি এস১০, এস১০ প্লাস ও এস১০ই। পরে বাজারে আসায় সে সময় গ্যালাক্সি এস১০ ফাইভজি ও এস১০ লাইট বাদ পড়েনি।
২০১৯ সালের জুনেই নির্ধারিত সব বাজারেই গ্যালাক্সি এস১০ ফাইভজি সেলফোনটি পৌঁছে যায়। ফলে চার বছর ধরে রেগুলার আপডেট দেয়া শেষে সম্প্রতি এর সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাজারে আসার পর থেকে কোম্পানিটির প্রথম ফাইভজি স্মার্টফোন তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। অ্যান্ড্রয়েড ৯ পাই ভার্সনের মাধ্যমে ডিভাইসটি বাজারে আসে। বর্তমানে এটিতে অ্যান্ড্রয়েড ১২ চলছে।