আইফোনে ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে বাজারে আসতে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ওয়্যারলেস নেটওয়ার্কিং টেকনোলজি জানিয়েছে, ২০২৪ সালে উন্মোচন হওয়া আইফোনে ওয়াই-ফাই৭ প্রযুক্তি যুক্ত করা হবে।
নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর আইফোনে ওয়াই-ফাই৭ সমর্থিত প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। প্রতিবেদনে ওয়াই-ফাই৭ কী ও বর্তমান ওয়াই-ফাই৬-এর তুলনায় এর পরিবর্তনগুলো কী সে সম্পর্কেও জানানো হয়েছে।
নতুন নেটওয়ার্ক প্রযুক্তির বিষয়ে অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কিয়ো প্রকাশিত তথ্য প্রতিবেদনে উঠে এসেছে। তথ্যানুযায়ী আগামী বছরের শুরুর দিকে আইফোনে ওয়াই-ফাই৭ যুক্ত করার লক্ষ্যে কাজ করছে অ্যাপল। ওয়াই-ফাই৫ প্রযুক্তির তুলনায় ওয়াই-ফাই৬-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো ২ দশমিক ৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ব্যান্ডের স্ট্রিম সংখ্যা ১২-এ সম্প্রসারণ।
নেটগিয়ারের তথ্য বলছে, ডুয়াল-ব্যান্ড কনফিগারেশনে ওয়াই-ফাই ৫-এ স্ট্রিম সংখ্যা ৮-এ সীমাবদ্ধ। যেখানে ওয়াই-ফাই৭ প্রযুক্তি উন্নয়নের মধ্যে একটি হলো সেকেন্ডে ৪০ গিগাবাইটের বেশি এবং ওয়াই-ফাই৬ এবং ওয়াই-ফাই ৬ই-এর তুলনায় চার গুণ দ্রুত ডাটা রেট সুবিধা। নতুন এ প্রযুক্তি মাল্টি-ইউজার এমআইএমও সংখ্যা আট থেকে দ্বিগুণ বাড়িয়ে ১৬ করবে বলে জানা গেছে।